love quotes

#1
মানুষকে মানুষের ভালো লাগবেই এইটাই স্বাভাবিক, যে কেউ যে কাউকে যে কোন সময়ে ভালবেসে ফেলতে পারে। ভালবাসলে তাকে নিজের করে পাবার প্রশ্ন আছে। এখন যাকে ভালবাসেন তাকেও তো আপনাকে ভালবাসতে হবে। জোর করে কখনো কারো মনে নিজের জন্যে ভালবাসা জন্মানো তো দুরের কথা মনে একটু ঠাই ও মেলে না। বরঞ্চ আরও ঘৃণার সৃষ্টি করে।

আপনি কাউকে ভালবাসেন তাই বলে তাকেও আপনাকে ভালবাসতে হবে এমন কোন কথা নেই, আপনার যাকে ভালো লাগে, তার আপনা
কে নাও ভালো লাগতে পারে। আপনি তাকে প্রপোজ করতে পারেন কিন্তু সে যদি ফিরিয়ে দেয় তাকে জোর করা উচিৎ না বরং আপনি আপনার ভালবাসা দিয়ে তার মন জয় করে নেয়ার চেষ্টা করেন। আরে ভাই মানুষের মন তো, নরম হবে না কেন?

তাই বলে যার আগে থেকেই গার্ল ফ্রেন্ড বা বয় ফ্রেন্ড আছে তাকে হাজার ভালবাসার কথা বলে লাভ নাই, আর তার লাইফে তো আপনার আগেই একজন এসেছে, কেন তার লাইফে পেইন হতে যাবেন, তাকে না ভালবাসেন? এটা ভাবেন সে যদি আপনার ভালবাসার কথা শুনে আপনার কাছে চলে আসে, তাকে যদি আরেকজন একই ভাবে বলে তখন যদি সে চলে যায়?

আপনি একজনকে ভালবাসেন, সেও আপনাকে ভালবাসবে এটা প্রত্যাশা করাই স্বাভাবিক। কিন্তু সবার জন্যে তো সব না। যদি তাই হত তাহলে দুনিয়াতে হাসি বলে কোন কিছুর অস্তিত্ব থাকতো না। সবাই যদি প্রথম হয় তাহলে কেউ বিজয়ের হাসি হাসতে পারবে না। একজনকে ভালবাসেন, সে আপনাকে ফিরিয়ে দিয়েছে তাই বলে তার ক্ষতি করবেন এটা কেমন কথা? এরকম মেরুদণ্ড হীন মানুষ কখনো কাউকে ভালবাসতে পারে না, তারা ভালবাসার অভিনয় করে। যে মানুষটা সত্যি কি কাউকে ভালবাসে, সে মানুষটা কোনদিন তার ভালবাসার মানুষ বা প্রিয় মানুষের ক্ষতি করে না বা করতে পারে না কিংবা অন্য কাউকে করতে দেয় না।

ভাগ্যের লিখন না যায় খণ্ডন, সবাই ছোট বেলা থেকেই পড়ে এসেছেন, মেনে নিন না যা ঘটে গেছে। মানা টা কষ্টকর তবু কিছু করার নেই। সত্য কারো জন্যে আনন্দের কারো জন্যে দুঃখের তবু সত্য সবসময় ই সত্য... 





----------------------------------------------------------------------------------------------------------------------------------











2#
"ভালো ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যেটা জাগে তার নাম সহানুভূতি" - হুমায়ূন আহমেদ

2 comments:

  1. 2#
    "ভালো ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যেটা জাগে তার নাম সহানুভূতি" - হুমায়ূন আহমেদ

    right ans.

    ReplyDelete
  2. 100% right, meyara lompot cheler preme bashi pore , lompoter sathe prem korar por borolok chale khoje

    ReplyDelete